ব্রয়লার মুরগির ১ থেকে ৪০ দিনের ঔষধের তালিকা
ব্রয়লার মুরগিকে ১ থেকে ৪০ দিনের মধ্যে বিক্রয় করার জন্য যে সকল ওষুধ খাওয়াতে
হবে। আপনারা যারা বয়লার মুরগি পালন করেন তারা অবশ্যই আমার দেওয়া ওষুধের তালিকা
গুলো জেনে নিবেন। আরেকটা কথা আপনি নি কোন কাজ করতে জান আর সেই বিষয়টি যদি
ভালো করে না জানেন অভিজ্ঞতা না থাকলে আপনি কখনো সফল হতে পারবেন না। যারা ব্রয়লার
মুরগি পালন করতে যাচ্ছেন তারা ১ থেকে ৪০ দিনের ওষুধের তালিকাটি জেনে নিন।
ব্রয়লার মুরগি সাধারণত ৩০ থেকে ৪০ দিনের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে। আর ৩০
থেকে ৪০ দিনের মধ্যে আপনি যদি বয়লার মুরগিকে প্রয়োজনীয় ঔষধ ও সময় না দিতে
পারেন তাহলে আপনি লাভ করতে পারবেন না। ব্রয়লার মুরগির সম্পর্কে বিস্তারিত জেনে
নেয়া যাক।
সূচিপত্র: ব্রয়লার মুরগি ১ থেকে ৪০ দিনের ওষুধের তালিকা
- ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেয়ার নিয়ম জেনে নেওয়া যাক।
- ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগে ও পরের বিষয় জেনে নেওয়া যাক।
- ব্রয়লার মুরগিকে প্রথম চার দন কি কি ওষুধ দিতে হবে।
- ব্রয়লার মুরগিকে ৫ থেকে ৭ দিনে কি কি ওষুধ দিতে হবে।
- ব্রয়লার মুরগিকে ৯ থেকে ১১ দিনে কি কি ওষুধ দিতে হবে।
- ব্রয়লার মুরগিকে ১২ থেকে ১৬ দিনে কি কি ওষুধ দিতে হবে।
- ব্রয়লার মুরগিকে ১৭ থেকে ১৮ দিনে কি কি ওষুধ দিতে হবে।
- ব্রয়লার মুরগিকে ১৯ থেকে ২২ দিনে কি কি ওষুধ দিতে হবে।
- ব্রয়লার মুরগির ২৩ থেকে ২৫ দিনের প্রয়োজনীয় ওষুধ গুলো।
- ব্রয়লার মুরগির ২৬ থেকে ৩২ দিনের প্রয়োজনীয় ওষুধ গুলো।
- ব্রয়লার মুরগির ৩৪ থেকে ৪০ দিনে যে সকল ওষুধগুলো দিতে হবে।
ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার নিয়ম জেনে নেয়া যাক
অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন আছে যে বয়লার মুরগি কে কিভাবে ভ্যাকসিন দিতে
হয় ও কোন সময় ভ্যাকসিন দিতে হয়। চলুন কিভাবে ভ্যাকসিন দিতে হয় জেনে নিয়ে
যাক। ব্রয়লার মুরগিকে দুটি নিয়মে ভ্যাকসিন দেওয়া হয়। একটা হচ্ছে পানির সঙ্গে
মিশিয়ে ও আরেকটা হচ্ছে চোখে। আর চোখে ভ্যাকসিন দিলে আশা করা যায় অনেক লাভজনক
হওয়া যায়। ব্রয়লার মুরগিকে মোট চার ধরনের ভ্যাকসিন দেয়া হয় কেউ কেউ পানির
সঙ্গে মিশিয়ে দেয় আবার কেউ কেউ চোখে ড্রপ দিয়ে দেয়। ব্রয়লার মুরগিকে
ভ্যাকসিন দেয়ার নিয়ম হলো ড্রপ দিয়ে চোখে দেওয়া। ড্রপ দিয়ে চোখে
ভ্যাকসিন দিলে ১০০% আশা করা যায় বিভিন্ন ধরনের রোগ প্রতিকার করা যায়। অবশ্যই
মনে রাখতে হবে ব্রয়লার মুরগিকে চোখে ভ্যাকসিন দিতে হবে। যাদের বিরক্ত মনে হবে
তারা প্রথম দুইটি ভ্যাকসিন চোখের ড্রপ আকারে দিবেন ও পরের দুইটি ভ্যাকসিন পানির
সঙ্গে মিশিয়ে দিবেন
আরো পড়ুন: ভ্রমণ নিয়ে কিছু কথা
ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেওয়ার আগেও পরের বিষয় জেনে নেয়া যাক
ব্রয়লার মুরগিকে ভ্যাকসিন দেয়ার আগেও পরে অনেক নিয়ম থাকে। বয়লার মুরগিকে
ভ্যাকসিন ৫ থেকে ৬ ঘন্টা আগে পানিতে এডিথ্রি ঔষধ ব্যবহার করতে হবে।এডিথ্রি এটা
মূলত একটা ভিটামিন জাতীয় ঔষধ। এই ওষুধটি ব্রয়লারের গোশত বৃদ্ধি করে ও ইমিউনিট।
ভ্যাকসিন দেয়ার ৫ থেকে ৬ ঘন্টা আগে ভিটামিন জাতীয় ঔষধ সেবন করাতে হবে। তারপরে
ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন দেয়ার পরে পানিতে নাপা ও প্যারাসিটামল জাতীয় ঔষধ
বা সিরাপ ব্যবহার করতে হবে। আর হ্যাঁ প্যারাসিটামল জাতীয় ওষুধের সাথে ভিটামিন
জাতীয় ওষুধও ব্যবহার করতে হবে। পরবর্তী ৬ ঘন্টা প্যারাসিটামল ও ভিটামিন জাতীয়
ঔষধ সেবন করাতে হবে। ভিটামিন এডিথ্রি অবশ্যই ছোট মুরগির ক্ষেত্রে ৩. ৫ লিটার
পানিতে ব্যবহার করতে হবে। এগুলোই হল ভ্যাকসিন দেয়ার আগেও পরের করনীয়।
ব্রয়লার মুরগিকে প্রথম চার দিন কি কি ওষুধ দিতে হবে
বয়লার পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঔষধ ব্যবহার করা। আপনি যদি সঠিক
নিয়মে ওষুধ ব্যবহার করতে না জানেন ও কখন কি কি ঔষধ ব্যবহার করতে হবে তা না জানেন
তাহলে কখনোই ব্রয়লার মুরগি পালন করে লাভজনক হতে পারবেন না। ব্রয়লার মুরগির
প্রথম চার দিনের ঔষধ হলো। আপনি বোর্ডিংয়ের বাচ্চা পাওয়ার পরে তিন থেকে চার
ঘন্টা সাদা পানি অথবা লাইসোভেট ব্যবহার করতে হবে। পরবর্তী ৭২ ঘন্টা থেকে ৪ দিনের
আপনাকে এন্টিবেটিক জাতীয় ওষুধ সেবন করাতে হবে। আর হ্যাঁ, ব্রয়লার মুরগি পাওয়ার
সাথে সাথে অ্যান্টিবেটিক ওষুধ ব্যবহার করা যাবে না। তাই প্রথম তিন থেকে চার ঘন্টা
স্যালাইন জাতীয় পানি বা লাইসোটোপ জাতীয় পানি ব্যবহার করতে হবে পরবর্তী ৭২ ঘন্টা
থেকে ৪ দিন পরে এন্টিবেটিক ব্যবহার করতে হবে।
ব্রয়লার মুরগিকে ৫ থেকে ৭ দিনে কি কি ওষুধ দিতে হবে।
অনেকেই টেনশন করেন যে ব্রয়লার মুরগিকে ৫ থেকে ৭ দিনের মধ্যে কি কি ঔষধ
দিতে হয়। ৫ থেকে ৭ দিনে ব্যবহার ওষুধগুলোর মধ্যে। পাঁচ দিনে আপনি থায়ামিন প্লাস
বা বি ১ বা ভিটামিন জাতীয় ঔষধ সেবন করাতে পারেন। ৬ দিনে ভিটামিন এ ডি থ্রি প্লাস
ভ্যাকসিন দিতে হবে। সকালবেলায় ভিটামিন এডিথ্রি দিতে হবে ও দুপুরে সাদা পানি দিতে
হবে আবার রাতে এ ডি থ্রি। তারপরে ৬ ও ৭ দিনে আপনাকে ক্যালসিয়াম জাতীয় ওষুধ
ব্যবহার করতে হবে। সকালে ক্যালসিয়াম ব্যবহার করবেন ও দুপুরে সাদা পানি দিবেন এবং
রাতে আবার ক্যালসিয়াম জাতীয় ওষুধ ব্যবহার করবেন এবং রাতে আটে ট ওষুধ ব্যবহার
করতে হবে। ৬ ও ৭ দিনে এই ওষুধগুলো ব্যবহার করতে হবে।
ব্রয়লার মুরগিকে ৯ থেকে ১১ দিনে কি কি ওষুধ দিতে হবে।
ব্রয়লার মুরগির জন্য নয় থেকে ১১ দিনের যে সকল ওষুধগুলো ব্যবহার করতে হবে।
সেগুলো হল জিংক, এডিথ্রি ভ্যাকসিন, লিভার টনিক। ১০ ও ১১ দিনে সকালে সাদা পানি ও
দুপুরে এডিট্রি এবং রাতে ভ্যাকসিন ব্যবহার করতে হবে। ১০ ও ১১ দিনে অবশ্যই আপনাকে
লিভার টনিক জিংক এবং ওটার টাফেক্ট ব্যবহার করতে হবে। জিংক এমন এক ধরনের ওষুধ এটা
সকল পশু পানিকে মোটা করতে সাহায্য করে তাই দুপুরে কিংবা সকালে জিংক ব্যবহার
করতে হবে।
ব্রয়লার মুরগিকে ১২ থেকে ১৬ দিনে কি কি ওষুধ দিতে হবে।
ব্রয়লার মুরগিকে ১২ থেকে ১৬ দিনের মধ্যে যে সকল ওষুধগুলো দিতে হবে সেগুলো হলো।
একটানা ৭২ থেকে ৪ দিন আপনাকে জাতীয় ওষুধ অথবা এমডিস ব্যবহার করতে হবে। এছাড়াও
আপনি রেনবক্স রেনামাইসিং পাউডার ও ব্যবহার করতে পারবেন। এবং ১৬ তম দিনে আপনি
সকালে সাদা পানি দুপুরে তুলে বা কপার সালফেট ব্যবহার করতে পারবেন। আবার রাতে সাদা
পানি ব্যবহার করবেন।
ব্রয়লার মুরগিকে ১৭ থেকে ১৮ দিনে কি কি ওষুধ দিতে হবে।
১৭ ও ১৮ দিনে দিয়ে ওষুধগুলো ব্যবহার করবেন সেগুলো আগে ব্যবহার করে এসেছেন
,ওষুধগুলো হল ১৭ তম দিনে সকালে সাদা পানি ও দুপুরে ভিটামিন জাতীয় ক্যালসিয়াম
জাতীয় ওষুধ ব্যবহার করবেন ও রাতে ও ব্যবহার করবেন। ১৮ তম দিনে ভ্যাকসিন করার ৫
থেকে ৬ ঘন্টা এডিথ্রি ব্যবহার করতে হবে ওপরে পাঁচ থেকে ছয় ঘন্টা পুনরায় ভিটামিন
ব্যবহার করতে হবে। ১৭ ও ১৮তম দিনে সব সময় গ্রামবুড়া ভেকসিন ব্যবহার করা হয়।
তাই ভ্যাকসিন দেয়ার আগে ক্যালসিয়াম জাতীয় ওষুধ সেবন করায় নিবেন।
ব্রয়লার মুরগিকে ১৯ থেকে ২২ দিনে কি কি ওষুধ দিতে হবে।
১৯ থেকে ২২ দিনে যে সকল ওষুধগুলো ব্যবহার করবেন, সকালে লিভারটনিক ব্যবহার করবেন ও
দুপুরে জিঙ্ক আর রাতে সাদা পানি ব্যবহার করবেন। আবার আপনি যদি মনে করেন
রাতে স্যালাইন পানি ও দিতে পারেন। ১৯ থেকে ২২ দিন এর মধ্যে ব্রয়লার মুরগি
অনেক রোগে আক্রান্ত হতে পারে। এ সময় যদি আপনি ওষুধ ব্যবহার করতে ভুল করেন তাহলে
অনেক ব্রয়লার মুরগী রোগে আক্রান্ত হবে। তাই অযথা অন্য কোন ওষুধ ব্যবহার না করে
আমার দেওয়া ওষুধ গুলো ব্যবহার করুন।
ব্রয়লার মুরগির ২৩ থেকে ২৫ দিনের প্রয়োজনীয় ওষুধ গুলো।
২৩ থেকে ২৫ দিনের মধ্যে যে সকল ওষুধগুলো ব্যবহার করবেন সেগুলো হলো টকসল এবং
ডিবেট। সকালে একটা না আড়াই থেকে তিন দিন টকসোল ও রাতে আড়াই থেকে তিন দিন ডিবেট
ব্যবহার করবেন। এবং মাঝে মাঝে দুপুরে স্যালাইন পানিও ব্যবহার করতে পারেন।
ব্রয়লার মুরগির ২৬ থেকে ৩২ দিনের প্রয়োজনীয় ওষুধ গুলো।
২৬ থেকে ৩২ দিন বয়সে আপনি প্রতিদিন সকালে নিয়ম করে ভিটামিন সি এবং রাতে
ভিটামিন এথিড ব্যবহার করবেন। আবার মাঝে মাঝে দুপুরে আপনি লেবু পানি কিংবা কুশুরের
গুড়ো খাওয়াতে পারেন। এগুলো ব্যবহার করলে ব্রয়লার মুরগি স্টক এর হাত থেকে
বাঁচতে পারে। ২৬ থেকে ৩২ দিনের মধ্যে এই ওষুধগুলো ব্যবহার করলে মোটামুটি আপনারা
তেমন কোনো ওষুধ ব্যবহার করা লাগবে না।
ব্রয়লার মুরগির ৩৪ থেকে ৪০ দিনে যে সকল ওষুধগুলো দিতে হবে
৩৪ থেকে ৪০ দিন বয়সে আপনি নিয়মিত সকালে সাদা পানি ও দুপুরে প্যারাসিটামল ঔষধ
সেবন করাবেন ও রাতে স্ফিলোফ্লেক্সিন প্লাস আমাশার ওষুধ ব্যবহার করতে হবে। ৩৪ থেকে
৪০ দিনের মধ্যে এই ওষুধগুলো ব্যবহার করলে আপনার বয়লার মুরগির নতুন কোন রোগে
আক্রান্ত হবে না ও খুব তাড়াতাড়ি বৃদ্ধি করবে।
আশা করা যায় উপরের যে ওষুধের তালিকা গুলো দিলাম এগুলো ব্যবহার করে ব্রয়লার
মুরগি পালনে সাফল্য অর্জন করতে পারবেন। আর এরকম নতুন নতুন পোস্ট পেতে আমাদের
ওয়েবসাইটে সাথে থাকুন।
মন্তব্য
আমার মনে হয় যে ব্রয়লার পালন করে লাভজনক হওয়া যায়। আর আমি যে ওষুধের তালিকা
গুলো দিয়েছি এই নিয়মে যদি বয়লার পালন করা যায় তাহলে ১০০% লাভ জনক হওয়া যাবে।
আপনারা আমার নিয়ম অনুযায়ী যদি ব্রয়লার পালন করেন তাহলে আশা করছি আপনারা লাভজনক
হতে পারবেন এবং আমিও ব্রয়লার পালন করে লাভজনক হয়েছি
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url