বাহরাইন যেতে কত টাকা লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে? আজকের আর্টিকেলটি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ যারা
বাহরাইনে যেতে চাচ্ছেন এবং সেখানে যেতে কত টাকা লাগবে।
তারাই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।আমি আজকে এই আঁটিকেলে
বাহরাইন যেতে কত টাকা লাগে?
সে সকল সম্পর্কে এই আর্টিকেলটিতে
আলোচনা করব। আরো আলোচনা করব বাহরাইনে কি কি কাজের জন্য যেতে পারবেন সে সকল
সম্পর্কে ও কোন কাজের জন্য কত টাকা খরচ হবে সব থাকবে আজকের এই আর্টিকেলে। চলেন
দেখে নিন বাহরাইন যেতে কত টাকা লাগে।
পেজ সূচিপত্র: বাহরাইন যেতে কত টাকা লাগে
- বাহরাইন যেতে কত টাকা লাগে
- বারাইনে কি কি কাজে যাওয়া যায়
- বাহারাইনে কোন কাজের জন্য কত টাকা বেতন দেই
- বাহারাইনে যেতে কি কি কাগজপত্র লাগে
- বাহরাইন ভিসার জন্য কত টাকা লাগে
- বাহরাইন ভিসার আবেদন কিভাবে করবেন
- বাহরাইন ভিসা কত দিনের মধ্যে পাওয়া যায়
- বাহারাইনে কোন কাজের চাহিদা বেশি
- বাহরাইন যেতে কত টাকা লাগে - উপসংহার
বাহরাইন যেতে কত টাকা লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে? আজকের এই আর্টিকেলটি তাদের জন্য খুব
গুরুত্বপূর্ণ যারা বাহারাইনে যেতে চাচ্ছেন কিন্তু বাহরাইন যেতে কত টাকা
লাগে সে সকল সম্পর্কে আপনাদের কারোর ধারণা নেই তারা এই আর্টিকেলটি সম্পূর্ণ
মনোযোগ সহকারে পড়ুন এবং জেনে নিন যে বাহারাইন যেতে কত টাকা লাগে কিংবা
লাগতে পারে। প্রথমত বাহারানে যেতে আপনি তিন ভাবে পারবেন:
- সরকারিভাবে যেতে পারবেন ও
- এজেন্সির মাধ্যমে যেতে পারবেন
- দালালের মাধ্যমে যেতে পারবেন
তিন ভাবে যেতে কোনটাতে কত টাকা খরচ হবে সে সম্পর্কে আমি নিচে আপনাদেরকে
বলে দেব। তাহলে জেনে নিন কিংবা দেখে নিন যে কিভাবে গেলে কত টাকা খরচ
হবে।
- আরো পড়ুনঃ কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ
প্রথমত আপনি যদি সরকারি ভাবে যেতে চান তাহলে আপনি খুব অল্প টাকার ভেতরে
বাহারানে যেতে পারবেন এবং আপনি যদি সরকারিভাবে কোন ওয়ার্ক পারমিট ভিসায়
যেতে চান সেটাও পারবেন। সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাহারানে
যেতে আপনার খরচ পড়বে।
আপনি যদি সরকারিভাবে যেতে চান তাহলে আপনার খরচ হতে পারে:
- বাংলাদেশে থাকা অবস্থায় ১ লক্ষ ৫০ হাজার টাকা
- প্লেনে ওঠার আগ মুহূর্তে সর্বমোট খরচ হবে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা
আপনি যদি কোন এজেন্সির মাধ্যমে যান তাহলে আপনার খরচ হতে পারে:
- বাংলাদেশে থাকা অবস্থায় ২ লক্ষ ৫০ হাজার টাকা
- প্লেনে ওঠার আগ মুহূর্তে সর্বমোট খরচ হবে ৪ থেকে ৫ লক্ষ টাকা
এবং আপনি যদি কোন দালালের মাধ্যমে যেতে চান তাহলে আপনার বাহারাইন যেতে
মোট খরচ হতে পারে:
- বাংলাদেশে থাকা অবস্থায় ৩ থেকে ৪ লক্ষ টাকা
- প্লেনে ওঠার আগ মুহূর্তে ৫ লাখ ৫০ হাজার থেকে ৬ লক্ষ টাকা
আশা করি সবাই বুঝতে পেরেছেন যে, কিভাবে বাহারামে গেলে কত টাকা খরচ হবে।
এখন কথা হচ্ছে এখানে সুবিধা কোনটাতে গেলে হবে। প্রথমত বলব সরকারি ভাবে
গেলে আপনি খুব কম টাকায় যেতে পারবেন কিন্তু একটু সময় বেশি লাগতে পারে।
আপনি যদি এজেন্সের মাধ্যমে যে যান তাহলে ওখানেও সময় সরকারিভাবে থেকে
একটু কম লাগবে কিন্তু একটু বেশি টাকা খরচ হবে। আবার আপনি যদি কোন দালালের
মাধ্যমে যান তাহলে এতে কি হতে পারে আপনি ওই দেশে গিয়ে অল্প কিছুদিন কাজ
করার পরে আপনাকে ওই দেশ থেকে বের করে দিতে পারে কিংবা আপনি ওই দেশের
ইলিগ্যাল ভাবে যাননি এই কারণে আপনাকে ওই দেশের প্রশাসন আপনাকে গ্রেফতার ও
করতে পারে।
বারাইনে কি কি কাজে যাওয়া যায়
অনেকেই জানেন না যে বাহারাইনী মানুষ কি কি কাজের জন্য যায়। আজকের এই
আর্টিকেলের এই সেকশনে আমি যে সকল কাজের জন্য বাহারাইনে মানুষ যায় কিংবা
ওয়ার্ক পারমিট এর জন্য যে সকল কাজ করার জন্য যায় সেই সকল ধরনের কাজ
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কাজগুলা নাম সহ বলে দেব। আর বাহারাইনে
আপনি অনেক কাজের জন্য যেতে পারবেন আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় দিতে চান
তাহলে কি ধরনের কাজ পেতে পারেন আপনি ওই দেশে গিয়ে:
- ইলেকট্রিশিয়ান
- প্লাম্বার
- ওয়েলডার
- সিকিউরিটি গার
- কেয়ারটেকার
- আইটি টেকনিশিয়ান
- ফ্যাক্টরির ওয়ার্কার
- ক্লিনার
- ড্রাইভার
- হাউসকিপার
- ডেলিভারি ম্যান
উপরে যে সকল কাজগুলোর নাম দেখতে পাচ্ছেন একজন ওয়ার্ক পারমিট ভিসায় আপনি
সকল কাজের জন্য বাহরাইনে যেতে পারবেন। আর শুধু যে এই কাজগুলাই আছে তাই না
আপনি আরো অনেক ধরনের কাজের জন্য বাহারা নিয়ে যেতে পারবেন। যে সকল কাজ
আপনি বাংলাদেশ থেকে করতে পারবেন সে সকল কাজ আপনি বাহারাইনে গিয়েও করতে
পারবেন। শুধু তফাৎ হচ্ছে একটাই যে বাহারাইনের টাকার রেট বাংলাদেশের একটু
বেশি হয় এজন্য মানুষ বাড়ায়নি যেতে চাই।
বাহারাইনে কোন কাজের জন্য কত টাকা বেতন দেই
এখানে একটা ভালো প্রশ্ন করেছে যে বাহারাইনে তো অনেকে যেতে চাই কিন্তু
অনেকেই জানেন না যে বাহারানে প্রথম অবস্থায় কোন কাজের জন্য কত টাকা বেতন
নির্ধারণ করা হয়। এই সেকশনটি মনোযোগ সহকারে পড়লে বুঝতে পারবেন যে
বাহারানে গেলে প্রথম অবস্থায় কত টাকা বেতন ধার্য করা হয়।
- ইলেকট্রিশিয়ান = (৯০,০০০) টাকা প্রথম দুই বছরের জন্য
- প্লাম্বার = (৯০,৮০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- ওয়েলডার = (৮০,৬০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- সিকিউরিটি গাড = (৮৭,০০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- কেয়ারটেকার = (৮০,৫০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- আইটি টেকনিশিয়ান = (৯০,০০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- ফ্যাক্টরির ওয়ার্কার = (৮৫,৬০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- ক্লিনার = (৮০,৬০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- ড্রাইভার = (৯০,৩০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- হাউসকিপার = (৮৫,০০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
- ডেলিভারি ম্যান = (৮০,০০০) = টাকা প্রথম দুই বছরের জন্য
উপরে যে সকল কাজগুলোর পাশে বেতন দেখতে পাচ্ছেন সেগুলো হলো আপনি যদি
বাহারানে যান কোন ওয়ার্ক পারমিট ভিসার জন্য এবং এ সকল কাজ করলে আপনি প্রথম
দুই বছরে এত টাকা পর্যন্ত বেতন পাবেন এবং পরবর্তী দুই বছরে আরও বাড়বে
তারপরে যদি আপনি পাঁচ বছরের বেশি থাকেন তাহলে আপনার বেতন এর থেকে ডবল হয়ে
যাবে। আপনি ওখানে যতদিন কাজ করবেন আপনার যত অভিজ্ঞতা বাড়বে আপনার বেতন ও
তত বাড়বে। আশা করবো সবাই বুঝতে পেরেছেন।
বাহারাইনে যেতে কি কি কাগজপত্র লাগে
এই আর্টিকেলের উপরের সেকশন আপনারা অনেক কিছুই জেনে এসেছেন এখন এখানে একটি
প্রশ্ন আছে যে বাহরাইন যেতে কি কি কাগজপত্র লাগে তো আজকে আমরা এই সেকশনে
বাহারাইন যেতে কি কি কাগজপত্র লাগে সে সকল কাগজপত্র নাম গুলো সুন্দরভাবে
নিচে বলে দেব। দেখে নিন যে বাহরাইন যেতে কি কি কাগজপত্র লাগে:
- পাসপোর্ট
- ভিসা
- মেডিকেল রিপোর্ট
- আপনি কোন কাজে যাচ্ছেন সেটার কন্টাক্ট পেপার
- ওয়ার্ক পারমিট
- ট্রেনিং সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- ভ্যাকসিন সার্টিফিকেট
- বিমান টিকেট
উপরে কাগজপত্র নাম গুলো দেয়া আছে এগুলো আপনার বিমানে ওঠার আগ মুহূর্ত এ
সকল কাগজপত্র গুলো লাগবে। আরো যে সকল কাগজপত্র গুলো লাগবে সেগুলো আপনার
প্রথম অবস্থায় আপনার পার্সোনাল সকল ডকুমেন্ট। সেগুলো আপনার যখন পাসপোর্ট
ভিসা করতে দিবেন এবং বাড়ান যেতে আবেদন করার সময় আপনার পার্সোনাল কিছু
কাগজপত্রগুলো লাগবে। সেগুলো আমরা নিচের সেকশনে জানবো আরো যে সকল
পার্সোনাল কাগজপত্র গুলো লাগবে।
বাহরাইন ভিসার জন্য কত টাকা লাগে
বাহরাইন যেতে কত টাকা লাগে? এবং বাহারান ভিসার জন্য কত টাকা লাগে সে
সম্পর্কে এ সেকশনে আলোচনা করব। আবার আমরা জেনে এসেছি ইতিমধ্যেই বাহারাইন
যেতে কত টাকা লাগে। আরেকটা কথা যে বারান ভিসার জন্য কত টাকা লাগে এখন এটা
নির্ধারণ করবে আপনি কি ধরনের ভিসায় বাহারান যেতে চাচ্ছেন। নিচে আমি যে সকল
ভিসার জন্য কত টাকা খরচ হবে সে সকল বিচার নামও খরচ সম্পর্কে আলোচনা করব আর
আপনি বাহরাইনে প্রধানত দুই ধরনের ভিসা যেতে পারবেন এ দুই ধরনের ভিসার জন্য
কত টাকা খরচ হবে সে সকল সম্পর্কে নিজে দেখে নিন।
ওয়ার্ক পারমিট ভিসার জন্য:
- ৬ মাসের ওয়ার্ক পারমিট ভিসার জন্য = ২৭,৭১৮ টাকা
- এক বছরের ওয়ার্ক পারমিট ভিসার জন্য = ৫৫,৪৩৭ টাকা
- দুই বছরের ওয়ার্ক পারমিট ভিসার জন্য = ১,১০,৮৭৫ টাকা
আবার আপনি যদি দীর্ঘমেয়াদে থাকতে চান তাহলে এই মেয়াদ শেষ হওয়ার পরে
আপনাকে ওই দেশের ভিসা প্রসেসিং অফিসে গিয়ে ভিসাটিকে রেনু করে নিতে হবে এবং
মেয়াদ বাড়িয়ে নিতে হবে।
ভিজিট ভিসা কিংবা ট্যুর এর জন্য
- দুই সপ্তাহের জন্য সিঙ্গেল লোকের = ২,৯০০ টাকা
- এক মাসের মাল্টিপল এন্টি ভিসা (সিঙ্গেল লোকের জন্য) = ৫,১৫৭ টাকা
- তিন মাসের মাল্টিপল এন্টি ভিসার জন্য (সিঙ্গেল লোকের জন্য) = ১৩,৫৩৭ টাকা
এটা শুধু সিঙ্গেল লোকের জন্য মানে একজনের জন্য এখন আপনি যদি ফ্যামিলি সহ
যেতে চান কিংবা আপনার জনসংখ্যা যদি বেশি হয় তাহলে খরচ আরো বেশি হবে। এটা
এখন আপনি নিজেই বের করতে পারবেন একজনের জন্য যদি ৫০০০ টাকা হয় তাহলে
তিনজনের জন্য নিশ্চয়ই ১৫ হাজার টাকা হবে।
বাহরাইন ভিসার আবেদন কিভাবে করবেন
উপরের চেয়ে একশনে তো জানলেন যে কোন ভাষার জন্য কত টাকা খরচ হয় এবং
বাহারাইন যেতে কত টাকা খরচ হয় সে সকল সম্পর্কে আমরা উপরের যে সেকশন গুলো
আছে সে সকল সেকশনে আমরা জেনে এসেছি। এখন আমরা এই সেকশনে জানব যে বাহারাইন
ভিসার আবেদন কিভাবে করবেন। এটা হয়তো অনেকেই জানেন না এজন্য আমি আপনাদের
সঠিকভাবে বুঝিয়ে দিব যে বাহারানি ভিসা জন্য আবেদন কিভাবে করবেন আপনারা।
বাহারাইন ভিসার জন্য প্রথমত আপনাকে google ক্রমে গিয়ে বাহারানের অফিসিয়াল
ওয়েবসাইটে ঢুকতে হবে এবং ওখানে অনেক অপশন থাকবে আপনি কোন ভিসার জন্য আবেদন
করতে যাচ্ছেন সেটার উপরে ক্লিক করুন।
ও ক্লিক করলে আপনার সামনে একটি ইন্টারভিউ আসবে যেখানে আপনাকে আপনার
পার্সোনাল ডকুমেন্টগুলো দিয়ে ফর্মটি ফোন করতে বলবে। সেই ফোনটি আপনি
সম্পূর্ণ নির্ভুলভাবে পূরণ করুন এবং সাবমিট করুন। সাবমিট করার পরে আপনার
সামনে নতুন একটি ইন্টারভিউ আসবে যেখানে আপনাকে আবেদন ফ্রি প্রদান করার জন্য
বলা হবে। আপনি চাইলে আপনার নিজের বিকাশ একাউন্টের মাধ্যমে আবেদন প্রদান
করতে পারবেন। এবং আবেদন সিটি প্রদান করলে যেই বিকাশ একাউন্ট থেকে প্রদান
করবেন সেই বিকাশ একাউন্টে নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটি যদি
আপনি সেখানে বসিয়ে সাবমিট করে দেন তাহলেই আপনার বাহারান ভিসা আবেদন
সম্পন্ন হয়ে যাবে।
- আরো পড়ুনঃ প্রবাসী কল্যাণ ব্যাংক লোন নিয়ম ২০২৫
আবার আপনি যদি এ সকল সম্পর্কে না জেনে থাকেন সে কত্রে কি করনীয়।
সেক্ষেত্রে আপনি কি করতে পারেন আপনার সকল কাগজপত্র গুলো নিয়ে আপনার
স্থানীয় লোকাল বাজারে গিয়ে যেকোনো কম্পিউটার জন কিংবা যেখানে অনলাইনে কাজ
করা হয় সেখানে গিয়ে যদি বলেন আমি বাহারান যেতে চাই এবং বাহারানের ভিসার
আবেদন করতে চাই। তাহলে তারা আপনাকে অল্প কিছু টাকার বিনিময়ে সে আবেদনটি
করে দিবে। এখন হয়তো বুঝতে পেরেছেন যে নিজে না পারলে কোন কম্পিউটারের
দোকানে কিংবা অনলাইনে কাজ করে এমন দোকানে গিয়েও আবেদন করতে পারবেন।
বাহরাইন ভিসা কত দিনের মধ্যে পাওয়া যায়
উপরের সেকশনে যে নির্দেশ দেয়া হয়েছে সে নির্দেশ অনুযায়ী যদি আপনি
বাহারাইন ভিসার জন্য আবেদন করে থাকেন তাহলে আপনার ঠিক কতদিনের মধ্যে ভিসা
পাওয়া যাবে। এটা কিন্তু অনেকের প্রশ্ন তে আজকে আমি সুন্দরভাবে বলব কিংবা
একটি আইডিয়া দিব যে আপনি কত দিনের মধ্যে আবেদন করার পরে বাহারান ভিসা পেতে
পারেন। আর আপনি কোন ভিসার জন্য আবেদন করেছেন সে ভিসার উপর ডিপেন্ড করে
আপনার সময়টি লাগবে তো নিজে দেখে নিন কোন ভিসার জন্য কত সময় লাগে।
- ওয়ার্ক পারমিট ভিসার জন্য অন্তত ৩ থেকে ৫ সপ্তাহ লাগবে
- ভিজিট ভিসা কিংবা ট্যুরের জন্য অন্তত 4 থেকে 6 কর্ম দিবসের মধ্যেই পেয়ে যেতে পারেন
আবার ভিসা পেয়ে গেলে কি আপনি যেতে পারবেন এটা না ভিসা পেয়ে গেলে ওপরে
একটা সেকশনে আমি বলেছি কি কি কাগজপত্র গুলো লাগবে সেই সকল কাগজপত্র গুলো
ভেরিফাই করতে আরো সময় লাগবে। যেমন আপনার ভিসা যদি চলে আসে তাহলে সে সকল
কাগজপত্র গুলো ভেরিফাই করতে যতটা সময় লাগবে সে সময় আপনাকে অপেক্ষা করতে
হবে। এবং সকল কাগজপত্র ভেরিফাই সম্পন্ন হয়ে গেলে আপনাকে এসএমএসের
মাধ্যমে কিংবা ফোন করে জানিয়ে দেওয়া হবে আপনি এই দিনে যেতে পারবেন।
বাহারাইনে কোন কাজের চাহিদা বেশি
ইতিমধ্যে আমরা এই আর্টিকেলে বাহারাইন যেতে কত টাকা লাগে এবং আরো অনেক কিছুই
জেনেছি বাহারাইন যেতে কি কি কাগজপত্র লাগে কি ধরনের কাজের জন্য যাওয়া যায়
সে সকল সম্পর্কে জেনেছি। এখন একজন প্রশ্ন করেছে বাহারানে কোন কাজের চাহিদা
বেশি। আজকে আমি এই সেকশনে বলবো যে বাহারানে কোন কোন কাজের চাহিদা গুলো
সবচেয়ে বেশি এবং সে সকল কাজের জন্য কেমন লোক যাচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া ও
পাকিস্তান থেকে। প্রথমত বাহারানে কাজের অভাব নাই এজন্য সকল কাজেরই অনেক
চাহিদা যেমন:
- আরো পড়ুনঃ ইউরোপের ২৬ টি দেশের নাম
- নির্মাণ শ্রমিক
- প্লাম্বার
- ক্লিনার
- ড্রাইভার
- সিকিউরিটি গার্ড
- রেস্টুরেন্ট স্টাফ
- আইটি টেকনিশিয়ান
এই কাজ গুলার জন্য বাংলাদেশ ইন্ডিয়া এবং পাকিস্তান থেকে প্রতিবছর অনেক
লোক যাচ্ছে বাহারানে কাজের জন্য। এখন আপনি এর মধ্যে যে কোন কাজে যেতে
পারবেন খুব সহজে। আবার এই সকল কাজের বেতন গুলো আপনার ইতিমধ্যে জেনে
এসেছেনি আর্টিকেলটি পড়ে। এখন আশা করব আপনারা বুঝতে পেরেছেন যে বাহারানে
কোন কাজের চাহিদা সবচাইতে বেশি। প্রথমত আমি বলব যে ড্রাইভার আর
রেস্টুরেন্ট স্টাফ এ সকল কাজের জন্য মানুষ বেশিরভাগ যে থাকে। আপনি চাইলে
সকল কাজের জন্য যেতে পারবেন। আবার আরো যে সকল কাজ আছে সে সকল কাজের জন্য
যেতে পারবেন।
বাহরাইন যেতে কত টাকা লাগে - উপসংহার
আজকের এই আর্টিকেলটি পরে আমরা অনেক কিছুই জেনেছি জেনেছি বাহারান যেতে কত
টাকা লাগে বাহারানি কি কি কাজ পাওয়া যায় এবং কিভাবে বাহারানে যাওয়া যায়
সে সকল সম্পর্কে। আবার অনেকেই আছে যে ভ্রমণের জন্য যাই তারাও এই আর্টিকেলটি
পড়লে কিভাবে ভ্রমণ করা যায় কিভাবে ভ্রমণের জন্য আবেদন প্রক্রিয়া কত টাকা
খরচ হয় সে সকল সম্পর্কেই আর্টিকেলে জেনেছি। আপনারা এই আর্টিকেলটি পরে
সন্তুষ্ট হবেন এটাই আমি আশা করি।
- আরো পড়ুনঃ ২০২৫ সালের সেরা ১০ টি দেশ
বাহারাইনে যেতে কত টাকা লাগে এই সম্পর্কে আমার মন্তব্য হল আমি সব সময়
আপনাদের বলব আপনাদের যদি একটু সময় বেশি লাগে তাহলে আপনারা অবশ্যই
সরকারিভাবে যাবেন। সরকারিভাবে গিয়ে থাকলে আপনি ওখানে নিশ্চিন্তে কাজ করতে
পারবেন ও কাজটি পাওয়ার কোন ঝামেলা থাকবে না। আর আপনি যদি কোন এজেন্সির
মাধ্যমে কিংবা দালালের মাধ্যমে যান সে ক্ষেত্রে আপনার অনেক ভয় থাকবে যে
তারা কি আপনাকে সঠিকভাবে পাঠিয়েছে নাকি ইলিগ্যাল ভাবে পাঠিয়েছে। এজন্য
আমি সাজেস্ট করবো আপনাদের একটু সময় বেশি লাগলেও আপনার সরকারিভাবে যাবার
চেষ্টা করবেন এতে আপনাদের খরচ টাও কম হবে এবং নিশ্চিন্তে নির্ভয়ে আপনারা
বাহারানে যেতে পারবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url