চুল পড়া বন্ধ করার উপায়? আপনি কি চুল পড়া নিয়ে চিন্তিত আছেন চিনতেও থাকলে আজকে
আপনি আমার এই আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন তাহলে বুঝতে পারবেন চুল
পড়া বন্ধ কিভাবে করবেন ও কিভাবে নতুন চুল গজাবে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা
করব।
আজকে চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে ও ঘরোয়া উপায়ে কিভাবে আপনি চুল পড়া
বন্ধ করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন জেনে নেয়া যাক যে ঘরোয়া
উপায়ে কিভাবে চুল পড়া বন্ধ করা যায়।
পেজ সূচিপত্র: চুল পড়া বন্ধ করার উপায় - ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করুন
চুল পড়া বন্ধ করার উপায়
চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ভাবে জানবো। আর চুল পড়ার
সমস্যা এটি প্রায় মানুষেরই একটি বড় প্রবলেম তো আজকে আমি আপনাদের মাঝে এই ব্লকটি
কিংবাটি উপস্থাপনা করব শুধু চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে ও ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করুন করবেন সে সম্পর্কে। তো চলুন বেশি কথা না বলে বিস্তারিতভাবে
জেনে নেয়া যাক যে চুল পড়া কিভাবে বন্ধ করা যায়। আজকে আমার জ্ঞান থেকে আমি একটা
কথা বলব আপনাদের আপনারা যে তেল মাথায় দিল সেই তেলটি যদি একটু গরম করে আপনাদের
মাথায় দিতে পারেন তাহলে অনেক উপকার হয়। গরম তেল মাখাতে দিলে চুল পড়া বন্ধ হয়।
ও অনেক চুল পড়ে থাকলে কমে যায়।
আবার আপনি নারিকেলের তেল ব্যবহার করতে পারেন নারিকেলের তেল ব্যবহার করলে চুলের
জন্য অনেক উপকার আর নারিকেলের তেল ব্যবহারে ফলে আপনার চুল পড়া বন্ধ হবে ও চুলে
পুষ্টি যোগাবে। আবার তেলের মধ্যে একটা তিল আছে যার নাম আপনার হয়তো অনেকেই জানেন
যে রোজমেরি তেল রোজমেরি তেল ব্যবহার করলেও মাথার চুল পড়া বন্ধ হয়। আপনারা যদি
আবার মনে করেন যে ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করব? তাহলে আপনারা এলোভেরা ব্যবহার
করতে পারেন তার সঙ্গে পেঁয়াজের রস আবার যদি মনে করেন যে ডিমের ভেতরে যে সাদা অংশ
গুলো থাকে সেগুলো ব্যবহার করব তাও পারেনি। ঘরোয়া উপায়ে এগুলো ব্যবহারে আপনার
চুল পড়া বন্ধ হবে ও চুলে পুষ্টি জোগাতে অনেকটাই সাহায্য করবে।
চুল পড়া বন্ধ করার ভিটামিন
চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে আমরা উপরের সেকশনে অল্প করে কিছু কথা বলে
এসেছি। এখন এখানে আমরা চুল পড়া বন্ধ করার ভিটামিন সম্পর্কে আলোচনা করব ও কিছু
ভিটামিনের নাম বলে দেবো যেগুলো ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে ও আপনার
চুলে পুষ্টি যোগাবে। তো চলুন প্রথমে জেনে নেই যে কিছু চুল পড়া বন্ধ করার
ভিটামিনের নাম।
- ভিটামিন ডি ক্যাপসুল
- ভিটামিন এ
- ভিটামিন ই
- ভিটামিন সি
উপরে যে চারটা ভিটামিন এর নাম বলেছি এগুলো বাদ দিয়েও আরো অনেক ভিটামিন আছে
যেগুলো আপনার চুল পড়া বন্ধ করতে সাহায্য করবে। এর মধ্যে এই চারটায় ভিটামিন
আপনার চুল পড়া বন্ধ করতে ১০০% কাজ করবে ও এগুলা ব্যবহারে আপনার চুল গোড়া থেকে
মজবুত হবে। আবার আপনার চুল পড়া বন্ধ হবে। আবার আপনার মাথায় যদি চুল অনেক পড়ে
যায় সেই চুলগুলো গজাতেও সাহায্য করবে। তাহলে আশা করছি বুঝতে পেরেছেন যে চুল
পড়া বন্ধ করার জন্য কোন ভিটামিন গুলো ব্যবহার করলে কিংবা খেলে আপনার জন্য
উপকার হবে।
চুল পড়া বন্ধ করার কিছু তেলের নাম
চুল পড়া বন্ধ করার উপায় ও চুল পড়া বন্ধ করার ভিটামিন সম্পর্কে আমরা ইতিমধ্যে
উপর কা সেকশনগুলোতে খুব ভালো করে জেনে এসেছি। এখন আমরা এই সেকশনে জানবো যে চুল
পড়া বন্ধ করার জন্য কিছু তেলের নাম ও চুল পড়া বন্ধের জন্য কিছু সেরা তেলের নাম।
আবার কিছু অর্গানিকভাবে বাসায় তৈরি করা যায় এমন তেলের নামও বলবো যেগুলো
ব্যবহারের ফলে আপনার তেল শুষ্ক হবে ও গোড়া থেকে মজবুত করবে আবার চুল পড়ে গেলে
কিংবা চুল পড়লে সেগুলো ভালো হবে। চলুন জেনে নেয়া যাক সেই তেল গুলোর নাম কিংবা
অর্গানিকভাবে তৈরি করা কিছু তেলের নাম।
- নারিকেলের তেল। এই তেল আপনি চাইলে বাসাতেও বানাইতে পারবেন
- ক্যাস্টর অয়েল
- অলিভ অয়েল তেল
- আমন্ড অয়েল
- নারিকেলের তেল ও কারি পাতা
- ভৃঙ্গরাস তেল ও
- সরিষার তেলের সঙ্গে অ্যালোভেরা সহ
এই সেকশনের উপরে যে সকল তেল গুলার নাম বলেছি সে সকল তেলগুলা ব্যবহারের ফলে আপনার
চুল পড়া বন্ধ হবে। আবার এখানে কিছু তেল আছে যে আপনি নিজে আপনার বাসাতে
অর্গানিকভাবে তৈরি করতে পারবেন। আর এই তিলগুলো ব্যবহারের ফলে আপনার চুল আগে থেকে
অনেক লম্বা হবে ও নতুন চুল গজাবে প্লাস গোরা থেকে মজবুত করতে সাহায্য করবে। তো
সবাই বুঝতে পেরেছেন যে এই তেল গুলো ব্যবহারের ফলে কি কি উপকার হবে। আশা করবো এখন
এই তেল গুলো ব্যবহার কিভাবে করবেন সে সম্পর্কে আপনারাই জানবেন ভালো যে কিভাবে তেল
গুলো ব্যবহার করলে আমাদের পক্ষে ভালো হবে।
চুল পড়া বন্ধ করার কিছু অর্গানিক কিছু হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করার উপায় সম্পর্কে আমরা খুব ভালো করে জেনেছি এখন আমরা এই সেকশনে
জানবো যে চুল পড়া বন্ধ করার কিছু অর্গানিক হেয়ার প্যাক সম্পর্কে ও সেই হেয়ার
প্যাক গুলো তৈরি করার উপায়ও কিভাবে ব্যবহার করব সে সম্পর্কেও স্টেপ বাই স্টেপ
জেনে নিব। তো চলুন যে দেরি না করে চুল পড়া বন্ধ করার জন্য কিছু অর্গানিক হেয়ার
প্যাক সম্পর্কে জেনে নিও ব্যাগগুলো তৈরি করব কিভাবে সে সম্পর্কে জেনে নিন।
- ডিমের অর্গানিক হেয়ার প্যাক
- মেথি অরগানিক হেয়ার প্যাক
- ওটস হেয়ার প্যাক
চুল পড়া বন্ধ করার তিনটা হেয়ার প্যাক সম্পর্কে এখানে আমি আলোচনা করব। আবার
চুল পড়া বন্ধ করার হেয়ার প্যাক এগুলোর থেকে আরও আছে আমি আজকে এই তিনটা
সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব এর উপকার সম্পর্কে বলবো।
ডিমের অর্গানিক হেয়ার প্যাক তৈরির কিভাবে করবেন ও
এটা কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে ভালো করে জেনে নিন। প্রথমে একটি ডিম ভেঙে
ডিমের ভেতরে থাকা কুসুম টুকু বের করে নিন ও যে সাদা অংশটুকু আছে সে সাদা অংশটুকু
একটি পাত্রে রাখুন। এরপরে তার সঙ্গে একটু নারিকেলের তেল ও মধু মিশিয়ে নিন দিয়ে
আপনার মাথার চুল গুলো ভিজিয়ে নিন। তারপরে যেভাবে মাথায় তেল দিন সেভাবে হেয়ার
প্যাকটি মাথায় লাগিয়ে লেন। লাগানো হয়ে গেলে গরম একটি কাপড় দিয়ে আপনার মাথাটি
ধরিয়ে রাখুন প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মতন। যদি পারেন গরম কোন তোয়ালি দিয়ে
কিংবা কাপড় দিয়ে মাথা থেকে ঢেকে রাখতে পারেন কি। মাথা কি শুকিয়ে গেলে গরম পানি
দিয়ে ধুয়ে ফেলুন।
মেথির অর্গানিক হেয়ার ব্যাগ কিভাবে তৈরি করবেন সে সম্পর্কে সেকশনে আমি ছোট্ট করে
আলোচনা করে বলে দেব তো চলুন জেনে নেয়া যাক যে মেথির অর্গানিক প্যাক কিভাবে তৈরি
করবেন। আর মেথিতে অনেক পরিমাপ প্রোটিন থাকে যেটা আপনার চুল গোড়া থেকে শক্ত করতে
সাহায্য করে। দুই থেকে তিন চামচ মেথি ও তার সঙ্গে যদি পারেন তাহলে টক দই নিয়ে
নিতে পারেন পরিমাপ মত ও নারিকেলের তেল একটু মিশিয়ে নিন দিয়ে একটি হেয়ার প্যাক
তৈরি করে ফেলুন। হ্যাঁ তার সঙ্গে এক কাপ পানি দিবেন ও সেই হেয়ার কয়েকটি কম করে
হলেও ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপরে আপনার মাথায় যেভাবে তেল দেন সেভাবে লাগিয়ে
নিন ও কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার চুলটি শুকানো পর্যন্ত আপনার চুলটি শুকিয়ে
গেলে চুলটি ধুয়ে ফেলুন ও হালকা করে মাথাটি মুছে নিন।

ওটস হেয়ার প্যাক কিভাবে আপনারা বাসায় বসে থেকে বানাবেন ও কিভাবে আপা আপনার
মাথায় ইমপ্লিমেন্ট করবেন সে সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিন। কিছু পরিমাপ ওটস
পানিতে মিশিয়ে রাখুন সারারাত। পরের দিন সকালে উঠে সেগুলো ভালো করে গুঁড়ো করে
নিন এবং তার সঙ্গে এক থেকে দেড় চামচ নারিকেলের তেল ও পরিমাপ মত দুধ নিয়ে মিশ্রণ
করুন। তারপরে আপনার মাথাতে সেটি লাগিয়ে নিন ও শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এটা
আপনার মাথাতে দেয়ার পরে মাথাটি কিন্তু গরম হয়ে যাবে একটু সহ্য করে রাখুন ও
চুলটি শুকিয়ে গেলে ভালো কোন শ্যাম্পু দিয়ে মাথাটি ধুয়ে ফেলুন।
অতিরিক্ত চুল পড়া বন্ধ করার ঘরোয়া উপায়
আমরা ইতিমধ্যে জেনে এসেছি যে চুল পড়া বন্ধ করার উপায় ও চোলপাড়া বন্ধ করার কিছু
অর্গানিক হেয়ার প্যাক বানানোর সম্পর্কে। এখন আমরা এই সেকশনে জানবো যে অতিরিক্ত
চুল পড়া বন্ধ করার ঘরোয়া কিছু উপায়। আপনার মাথায় যদি অতিরিক্ত চুল পড়ে থাকে
তাহলে আপনার দৈনন্দন জীবনে ব্যবহার করা কিছু জিনিস দিয়ে আপনার চুল পড়া রোধ করতে
পারবেন ও আপনার চুল পড়া নিরাশ করতে পারবেন। তো চলুন সেই সব জিনিসগুলা দেখে নেয়া
যাক ও জেনে নেয়া যাক যেগুলো দিয়ে চুল পড়া ঘরোয়া উপায় বন্ধ করা যায় বাহ
রোদ্ধ করা যায়।
- পেঁয়াজ
- নারিকেলের তেল
- টক দই
- গ্রিন টি
- জবা ফুল
আপনার মাথা থেকে যদি অতিরিক্ত মাত্রায় চুল পড়ে তাহলে আপনি এই পাঁচটি জিনিস
দিয়ে আপনার চুল পড়া রোধ করতে পারবেন আপনার ঘরে বসে থেকে। তুই এগুলা কিভাবে
ব্যবহার করবেন জেনে নিন। প্রথমে একটি পেঁয়াজ নিয়ে নিবেন ও পেঁয়াজের উপকার
খোসাটা ছাড়িয়ে নেবেন। তারপরে নিচে যেগুলো থাকবে সেগুলো ভালো করে হারিয়ে নিয়ে
হালকা গরম করা নারিকেলের তেলের সঙ্গে মিশিয়ে নিন তারপরে তার সঙ্গে প্রয়োগমতো টক
দই মিশিয়ে নিন। টক দই মেশানো হয়ে গেলে আপনাদের বাসায় যদি গ্রিন টি থাকে সেই
গ্রিন টি গরম পানিতে চুবিয়ে সেই প্যাকের ভেতরে চিপে দিন। তারপরে দেখবেন একটি
হেয়ার প্যাক তৈরি হয়ে যাবে ও শেষে একটা জবা ফুল যদি পারেন তাহলে সেই প্যাকের
মধ্যে দিয়ে সেগুলো ব্লেন্ডারের সাহায্যে কিংবা গুঁড়ো করে নিন। এরপর আপনার
মাথায় লাগিয়ে নিন ও মাথাটা শুকানো পর্যন্ত অপেক্ষা করুন শুকিয়ে গেলে ভালো কোন
শ্যাম্পু দিয়ে মাথাটি ধুয়ে ফেলুন।
ছেলেদের চুল পড়া বন্ধ করার উপায়
সচরাচর ছেলেদের চুল খুবই কম পড়ে এটা আমরা সবাই জানি যে একটা ছেলে মানুষের চুল
খুব কম পড়ে কিন্তু একটি মেয়ে মানুষের চুল অতিরিক্ত মাত্রায় পড়ে। আর আজকে আমরা
এই সেকশনে একটি ছেলেদের মাথার চুল পড়লে তার কি করণীয় বা কি করবে সে সম্পর্কে
আলোচনা করব ও ছেলেদের মাথার চুল পড়া বন্ধর কিছু উপায় বলে দেব। তো চলুন দেখে
নেয়া যাক কিংবা জেনে নেয়া যাক যে ছেলেদের মাথার চুল পড়া বন্ধ করার উপায়।
ছেলেদের চুল পড়া বন্ধ করার জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন চুল পড়া কমাতে
আপনি প্রোটিন সমৃদ্ধ খাবার খান যেমন মাংস। নিয়মিত মাথায় শ্যাম্পু করুন ও চুলটি
ভালোভাবে পরিষ্কার করে রাখুন। চুল কোন সময় ভেজা অবস্থায় রাখবেন না কিংবা চুলে
পানি দিয়ে চুলের ভাঁজ ঠিক করবেন না এতে চুল ভিজে থাকলে অনেক সমস্যা হয় ওর চুল
পড়ে।
আপনার পক্ষে যদি সম্ভব হয় তাহলে আপনি প্রতি সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন আপনি
বাদাম বা তিলের তেল দিয়ে আপনার মাথাটি মাসাজ করুন কয়েক মিনিট ধরে। ও আপনি যদি
মাথা আশ্রান তাহলে অবশ্যই বড় দাঁতের যে চিরন গুলো পাওয়া যায় সেই চিরুনি দিয়ে
আপনার মাথা আশ্রাবেন। এতে করে আপনার মাথার চুল বেশি আঘাত পাবে না ও আপনার মাথা
যদি চুল পড়ে থাকে তাহলে চুল পড়া বন্ধ হয়ে যাবে ও আপনার চুল গোড়া থেকে মজবুত
করতে সাহায্য করবে। আর আমরা এমনিতেই জানি যে একজন ছেলে মানুষের চুল গোড়া থেকেই
শক্ত। তাই যদিও ছেলে মানুষের চুল পড়ে তাহলে এই উপায়গুলো মেনে চলবেন কিংবা এই
নিয়ম মেনে চললে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আবার আপনার চুল নতুন ভাবে গজাতেও
সাহায্য করবে।
চুলের গোড়া শক্ত করার উপায়
আমরা চুল পড়া বন্ধ করার বেশ কয়েকটি উপায় সম্পর্কেও উপরে সবকিছু জেনে এসেছে। তো এখন আমরা জানবো যে কিভাবে আমাদের চুলের গোড়া শক্ত করা যায়। এমন অনেক কে আছে যাদের চুলের গোড়া শক্ত না এজন্য চুল অনেক বেশি হারে উঠে পড়ে যায় তো আজকে জেনে নিব যে কিভাবে চুলের গোড়া শক্ত করা যায়। তো চলুন কিছু উপায় জেনে নেয়া যাক যেগুলো দিয়ে চুলের গোড়া শক্ত করা যায়।
- গাজর এতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকে
- মটরশুটি কিংবা মটরশুঁটির গাছ
- ওটস কিংবা ওটস ফল
- চিংড়া মাছ
- আমলকি ও আমলকের রস
গাজর এ অনেক পরিমাপ ভিটামিন থাকে যেটি আপনার চুলকে গোঁড়া থেকে শক্ত করতে
সাহায্য করে। আপনি যদি নিয়মিত গাজর খান দু একটা করে তাহলে আপনার চুল গোড়া
থেকে শক্ত হবে। মটরশুঁটি কিংবা মটরশুঁটির কাজ মটরশুটি খেলেও অনেক উপকার যেটা
আপনার চুলে পুষ্টি যোগায় ও আপনার চুল গোরা থেকে শক্ত করে আবার মোটর ফিটের গাছ
ব্যবহারেও আপনার অনেক উপকার হবে। ওটস ফল আমরা ইতিমধ্যে জেনে এসেছি ও ব্যবহারের
নিয়ম ও জেনে এসেছে এটা ব্যবহারের চুলকে মজবুত করতে সাহায্য করে ও চুল গজাতে
সাহায্য করে। চিংড়া মাছ যেটা খেলে চুলের গোড়া শক্ত করেও চোখের জ্যোতি
বাড়ায়। আমলকি সম্পর্কে ইতিমধ্যে জেনেছেন ও এর ব্যবহার ও জেনেছেন। আশা করি
বুঝতে পেরেছেন এই পাঁচটি জিনিস ব্যবহারের ফলে কিংবা খেলে আপনার চুল গোড়া থেকে
শক্ত হবে।
চুল ঘন করার ঘরোয়া উপায়
আমরা আজকের এই আর্টিকেলে ইতিমধ্যে অনেক কিছুই জেনেছি আবার জেনেছি যে চুল পড়া
বন্ধ করার উপায় সম্পর্কে আবার জেনেছি চুলের গোড়া কিভাবে শক্ত করা যায়। এখন
আমরা ইসেকশনে জানবো যে চুল কিভাবে ঘন করার যায়। এমন অনেকে আছেন যাদের মাথার চুল
উঠে গিয়েছে ও মাথার অনেক পাতলা হয়ে গেছে এরা কি করতে পারে চুল নতুন চুল গজানোর
জন্য। তো আজকে নতুন চুল কিভাবে গজাবে ও আপনার মাথার চুল কিভাবে ঘন হবে সে
সম্পর্কে এই সেকশনে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন ভালো মতন করে জেনে নেয়া
যাক যে কিভাবে মাথার চুল ঘন করা যায়।
আজকে আপনাদের কিছু টিপস বলে দিব যেগুলো নিয়মিত ব্যবহারের ফলে আপনার চুল ঘন হবে ও
আপনার চুল ঘন হতে ব্যর্থ হবে। প্রথমে আপনি নারিকেলের তেল কিনবা অনলিভ অয়েল তেল
এর সঙ্গে মেথি মিশিয়ে প্রতিদিন গোসল করার আধা ঘন্টা আগে মাথাটি ভিজিয়ে সেই
তেলগুলো মাথায় লাগিয়ে নিন মাথাটি শুকিয়ে গেলে গোসল করে ফেলুন। আরমিথি আর অলিভ
অয়েল এটি আপনার মাথার চুল ঘন করতে দারুণ উপকারী ও কার্য করে। আবার আপনি চাইলে
আমলকি ও অ্যালোভেরা কিংবা মেহেদী পেস্ট দিয়েও আপনার মাথার চুল ঘন করতে পারেন
মেহেদী পেস্ট দিয়ে আপনার তো ঘন করার জন্য আপনাকে আমলকি অর মেহেদী দুইটা মিশিয়ে
আপনার মাথায় কম করে হলেও দেড় থেকে দুই ঘন্টা মাথায় রাখতে হবে। এতে আপনার মাথার
চুল ঘন করবে ও চুল কালো করতে সাহায্য করবে।
চুল লম্বা করার ঘরোয়া কিছু উপায়
আমরা এই আর্টিকেলে উপরে জেনে এসেছি যে ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করুন কিংবা
কিভাবে ঘরোয়া উপায়ে আপনার চুল পড়া বন্ধ করবেন সে সম্পর্কেও জেনেছেন আবার চুল
পড়া বন্ধ করার উপায় সম্পর্কে জেনেছেন। এখন জানবেন যে আপনার চুল কিভাবে লম্বা
করা যায় ও তো লম্বা করার কিছু ঘরোয়া উপায় সম্পর্কে। তো দেরি না করে চলুন জেনে
নেয়া যাক যে নিজের বাসায় থেকে কিভাবে আপনার চুল লম্বা করবেন ও কি কি ব্যবহারের
ফলে আপনার চুল লম্বা হবে সেসব সম্পর্কে জেনে নিও সেসব জিনিসগুলো জেনে নিন।

আপনার চুল লম্বা করার জন্য আপনাকে আপনার নিজের বাসাতে যে পেস্ট তৈরি করবেন কিংবা
যে উপায়টি ব্যবহার করবেন সেটি হল। প্রথমে আপনি ডিমের যে হেয়ার প্যাকটি বানানো
সম্পর্কে উপরে আলোচনা করেছি সেটি ব্যবহার করবেন। তার সঙ্গে পিয়াজের রস ও মেথি
ব্যবহার করুন এতে আপনার চুল পড়া বন্ধ হবে ও আপনার চুল গজাতে সাহায্য করবে। আবার
চুল লম্বা করতেও সাহায্য করবে। এর সঙ্গে আমলা এবং শিকাফাই পাউডার ব্যবহার করুন
শিকাফাই পাউডার ব্যবহারে আপনার চুল গোড়া থেকে মজবুত করে ও চুল লম্বা করতে
সাহায্য করে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে চুল লম্বা করা যায়। আর আমরা
আগে জেনে এসেছি যে ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করুন এই সম্পর্কে।
চুল পড়া বন্ধ করার উপায় - উপসংহার
আমরা আজকের এই আর্টিকেল কি পড়ে জেনেসি যে চুল পড়া বন্ধ করার উপায় ও নতুন চুল
গজানোর উপায় সম্পর্কে আবার জেনেছি যে ঘরোয়া উপায়ে চুল পড়া বন্ধ করুন এই
সম্পর্কে। আরো জেনেছি চুল লম্বা করার উপায় চুল ঘন করার উপায় চুলে পুষ্টি
যোগানোর উপায় আরো অনেক সম্পর্কে জেনেছি যেগুলো না বললে না উপরে সবগুলো পড়েছেন।
এখন এগুলো ব্যবহারের ফলে আপনি অবশ্যই আপনার মাথার চুল পড়া বন্ধ করতে পারবেন ও
আপনার চুল লম্বা করতে পারবেন আবার গোড়া থেকে মজবুত করতেও পারবেন।
এই চুল পড়া বন্ধ করার এই আর্টিকেলে আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে কিংবা আমি
নিজে ব্যবহার করে যে উপকারটা পেয়েছি সেটা হল একজন ছেলেদের মাথায় কিভাবে চুল
পড়া বন্ধ করা যায় ও মেয়েদের মাথার চুল গোড়া থেকে শক্ত করার যে উপায় সেকশনটি
লিখেছি সেটি। সেই নিয়মটি আমি নিজে ব্যবহার করেছি, ও নিজে ১০০% রেজাল্ট পেয়েছি।
আশা করি আপনারাও যদি ব্যবহার করেন তাহলে আপনাদেরও রেজাল্ট ১০০% ই আসবে। তো আজকে
আর্টিকেল টি এ পর্যন্তই সবাই ভাল থাকবেন ও মনোযোগ দিয়ে এই আর্টিকেলটি পড়বেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url