আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম


আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম? বর্তমান সময়ে ফ্রিল্যান্সারদের জন্য আপওয়ার্ক মার্কেটপ্লেস একটি জনপ্রিয় মার্কেটপ্লেস এর মধ্যে একটি। যেখানে আপনার দক্ষতা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না সেখান থেকে মাসে লক্ষাধিক টাকা ইনকাম করতে পারবেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
তাই আজকে সঠিক নিয়মে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট কিভাবে খুলবেন সে সম্পর্কে আজকে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করব ও দেখিয়ে দিব। আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ও পড়ুন তাহলে বুঝতে পারবেন আপনার একাউন্ট কিভাবে খুলতে হয়। 

পেজ সূচিপত্র: আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম

আজকের এই আর্টিকেলে সঠিক নিয়মে কিভাবে আপওয়ার্ক মার্কেটপ্লেসে একটি অ্যাকাউন্ট খোলা যায় সেই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ও সুন্দরভাবে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ যে আপওয়ার্ক মার্কেটপ্লেসে কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট খুলবেন। আবার হ্যাঁ আপু আর মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট খোলার জন্য আপনার কিছু ডকুমেন্ট লাগবে যেমন আপনার জন্ম নিবন্ধনের কার্ডটি সাথে রাখতে হবে এবং আপনার এসএসসি কিংবা এইচএসসি সার্টিফিকেটটাও সঙ্গে রাখতে হবে। সেগুলো অনুযায়ী কিছু ইনফরমেশন দিতে হবে।
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি আপনার একাউন্টে যে সকল ইনফরমেশন গুলো দিবেন সেগুলো সবগুলো সঠিক হতে হবে। আপনি যদি মনে করেন যে ভুল ইনফরমেশন দিয়ে একটি আপওয়ার্ক মার্কেটপ্লেস প্লেসে একটি অ্যাকাউন্ট খুলবেন তাহলে এটা মাথায় থেকে ঝেড়ে ফেলুন। অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু আপনি কাজ পাবেন না ও কাজ পেলেও কাজ করে পেমেন্ট নিতে পারবেন না। এর জন্য যে সকল কাগজপত্র কিংবা ডকুমেন্ট গুলা দিবেন সেগুলো যেন সঠিক হয় যেন আপনার অ্যাকাউন্টটি কোন ক্লাইন দেখে পছন্দ করে ও আপনাকে কাজ দেয়। তো চলুন দেখে নেয়া যাক আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম কিভাবে খুলতে হয়।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০১

একাউন্ট খোলার নিয়ম জেনে নিন? আপওয়ার্ক একাউন্ট খোলার জন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে (upwork) এটা লিখে। এইটা লিখে সার্চ দিলে আপনার সামনে upwork এর অফিসিয়াল ওয়েবসাইটটি শো করবে। আপনি ওয়েবসাই
টে ক্লিক করুন ও ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে নিচে দেওয়া থাকলো।
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
এখন আপনাকে ছবি অনুযায়ী স্কিনের উপরের ডান পাশে সাইন আপ নামে একটি লেখা আছে সেই লেখার উপরে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি কি ক্লাইন্ট হিসেবে আপার অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন নাকি একজন ফ্রিল্যান্সার হিসেবে একাউন্টে খুলতে যাচ্ছেন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০২

আপনি যদি স্টেপ ওয়ান টি কমপ্লিট করে আছেন তাহলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেটা নিচে আমি দেখিয়ে দিলাম। এখানে আপনাকে বলবে যে আপনি কি একজন ক্লায়েন্ট হিসেবে আপনাকে কাজ করতে চাচ্ছেন নাকি আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কাজ করতে চাচ্ছেন।
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি যদি একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনাকে কাজ করতে চান তাহলে আপনি ফ্রিল্যান্সার যেই সেকশনে লেখা আছে সেই সেকশনে ক্লিক করে নিচে একটি বাটন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে (Apply as a Freelancer) আপনি এই লিখার উপরে ক্লিক করে দ্বিতীয় স্টেপে কাজ শেষ করুন ও তৃতীয় স্টেপ এর কাজ নিচে থেকে দেখে করুন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৩

আপনি যদি আমার নির্দেশ অনুযায়ী দ্বিতীয় স্টেপের কাজ কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে দ্বিতীয় স্টেপে এসে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেটা নিচে দেয়া আছে এবং সেই ফর্মটি আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
এই ফর্মটি আপনার সার্টিফিকেটে যে নাম আছে সেই নাম অনুযায়ী পূরণ করুন একটি ইমেইল এড্রেস ও একটি স্ট্রং পাসওয়ার্ড দিন।  ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পরে আপনি নিচে একটি বাটন দেখতে পারবেন যেখানে লেখা থাকবে (Create my account) এই লিখার উপরে ক্লিক করে আপনি তৃতীয় স্টেপের কাজ কমপ্লিট করুন। ও চতুর্থ স্টেট নীচে দেওয়া আছে সে অনুযায়ী চেষ্টা করে কাজগুলা করুন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৪

আপনি যদি তৃতীয় স্টেপের কাজটি কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে একটি ঠিক এমন একটা ইন্টারফেস আসবে যেখানে লেখা থাকবে ভেরিফাই ইউর ইমেইল। আপনাকে আপনার জিমেইলটি ভেরিফাই করার জন্য বলছে। আপনি যে জিমেইলটি দিয়ে একাউন্টটি খুলছিলেন আপনি সেই জিমেইলের ইনবক্সে চলে যান ও ওখানে একটি ঠিক এমন একটি লেখা থাকবে।
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি যদি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ভেরিফাই করে থাকেন তাহলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেটা আমি নিচে দিয়ে দিয়েছি। এখন এখানে আপনাকে পাশে একটি প্রোফাইল শো করবে আপনার সেই প্রোফাইলটি ঠিক পাশে যে প্রোফাইলটি শো করছে এটার মতন তৈরি করতে হবে। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি যদি গ্রেট স্টার্ট ক্লিক এ ক্লিক করে থাকেন তাহলে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে  যেখানে আপনাকে বলবে আপনাকে উত্তর দিতে হবে আপনি কি ইতিমধ্যে ফ্রিল্যান্সিং শিখেছেন এবং ফ্রিল্যান্সিংয়ে কি আপনি এক্সপার্ট আপনি যদি এক্সপার্ট থাকেন তাহলে আই এম এ এক্সপার্ট না ওখানে ক্লিক করে পঞ্চম স্টেপের জন্য তৈরি হন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৫

আপনি যদি ইতিমধ্যে চতুর্থ স্টেপটি কমপ্লিট করে থাকেন তাহলে আপনার সামনে ঠিক নিচে দেওয়া এমন একটি ইন্টারফেস আসবে যেখানে বলবে। ফ্রিল্যান্সিং করে তোমার লক্ষ্য কি তুমি কি টাকা ইনকাম করতে যাচ্ছ না তুমি কোন কোম্পানি দাঁড় করাতে চাচ্ছো সেটা এখানে বোঝানো হয়েছে তুমি ফ্রিল্যান্সিং করে কি করবে সেটা এখানে সেই ক্যাটাগরিটা সিলেক্ট কর।
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আমি বলব আপনি এক্সপেরিয়েন্স ফর ফুল টাইম জব হিসেবে আপনি এটাকে প্রাধান্য দিবেন যেহেতু আপনি নতুন তাই আপনি ফুলটাইম জব হিসেবে এখানে প্রাধান্য দিবেন এবং আপনি যদি ইতিমধ্যে নেক্সট বাটনে ক্লিক করে থাকেন তাহলে পঞ্চমী স্টেপ কমপ্লিট করে ফেলেছেন। ছয় নাম্বার স্টেপের জন্য আপনি প্রস্তুত হন ও নিচে দেওয়া হল 6 নাম্বার স্টেপের কাজ। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৬

আপনি যদি আমার নির্দেশনা অনুযায়ী পাঁচ নাম্বার স্টেপ এর কাজ কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে একটি অপশন আসবে যেখানে আপনাকে বোঝানো হবে। তুমি কিভাবে কাজ করতে চাচ্ছ। আপনি কি upwork cline খুঁজে কাজ করবেন না আপনি নিজে কাজ করতে চাচ্ছেন এখানে সেই ক্যাটাগইটা সিলেক্ট করতে বলছে। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
ওখানে বোঝানো হয়েছে যে আপনি কি ক্লাইন্ট এর রেট অনুযায়ী কাজ করবেন না আপনি নিজে রেট দিয়ে কাজ করতে চাচ্ছেন। আপনি যদি ক্লায়েন্টের রেট অনুযায়ী কাজ করেন তাহলে প্রথমটি সিলেক্ট করুন এবং আপনি যদি নিজের অ্যাপ দিয়ে কাজ করতে চান তাহলে আপনি দ্বিতীয় টা সিলেক্ট করে নিচে নেক্সট ক্রিয়েট এর প্রোফাইল নাও এ বাটনে ক্লিক করুন। এবং ছয় নাম্বার স্টেপ এর কাজ কমপ্লিট করুন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৭

আপনি যদি ছয় নাম্বার স্টেপ এর কাজ কমপ্লিট করে থাকেন তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে আপনার প্রোফাইলটি সেটআপ করার জন্য আপনাকে বোঝানো হয়েছে যে আপনার প্রোফাইলটি আপনি ক্লায়েন্টের সামনে কিভাবে শো করাতে চাচ্ছেন। আপনার যদি লেনডিং একাউন্ট থেকে থাকে তাহলে আপনি সহজে আপনার প্রোফাইলটি শো করাতে পারবেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি যদি এই বাটনে ক্লিক করে থাকেন তাহলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে বলবে যে আপনি ফ্রিল্যান্সিংয়ের কোন সেক্টরে এক্সপার্ট তো আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এর জন্য আমি ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে নিচে নেক্সটাইডে ডিসকিলে ক্লিক করছি আপনি যে সেক্টরে এক্সপার্ট সেটা খুঁজে বের করে সেখানে সেটা সিলেক্ট করে কাজ করবেন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৮

আপনি যদি ৭ নাম্বার স্টেপটি আমার গাইড করা অনুযায়ী সম্পূর্ণ কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে ঠিক নিচে দেওয়া এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার স্কিল গুলা দিতে বলবে। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
এখানে আপনি সর্বোচ্চ ১৫টি স্কিল ডেভেলপ করতে পারবেন। মানে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে ডিজিটাল মার্কেটিং এর কোন কোন বিষয়ে এক্সপার্ট আছেন সে বিষয়গুলো এখানে তুলে ধরতে হবে ও সেগুলো তুলে ধরে নিচে নেক্সট ইওর প্রোফাইল টাইটেল এ ক্লিক করুন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ০৯

আপনি যদি আট নাম্বার স্টেপটি সম্পূর্ণ দক্ষতার সঙ্গে কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে ঠিক নিচে দেওয়া এমন একটি ইন্টারভিউ আসবে। এখানে আপনাকে বলা হবে আপনি কি করেন আপনি কি স্টুডেন্ট নাকি আপনি একজন এমপ্লয়ি না কোন জব টব করেন এখানে সেটা উল্লেখ করতে বলেছেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি কি করেন সেটি কিংবা কিছু কোন জব যদি করে থাকেন তাহলে সেটা ওখানে উল্লেখ করে উপরে দেওয়া আমি যেভাবে দিয়েছি সে নিয়মে সেট করুন ও নিশ্চয় ই প্রোফাইল ওখানে ক্লিক করুন। দিয়ে নয় নাম্বার স্টেপ এর কাজটি সম্পন্ন কমপ্লিট করুন এবার দশ নাম্বার স্টেপের জন্য প্রস্তুতি নিন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১০

এখন আপনি যদি নয় নাম্বার স্টেপ এর কাজ সম্পন্ন কমপ্লিট করে আসেন তাহলে ৯০ নাম্বার স্টেপে এসে আপনার সামনে ঠিক নিচে দেওয়া এমন একটি ইন্টারফেস আসবে। যেখানে বলা হবে যে আপনি ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং এর কোন সেক্টরে এক্সপার্ট সেটা সিলেক্ট করুন আপনি চাইলে এখানে সর্বোচ্চ ১০ টি এক্সপেরিয়েন্স এড করতে পারবেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনি এড এক্সপেরিয়েন্সে ক্লিক করলে উপরে দেওয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে একটি টাইটেল দিতে বলবে। ও আপনার কোম্পানি নেম দিতে বলবে কোম্পানির নাম আপনি আপনার ওয়েবসাইট থেকে থাকলে ওয়েবসাইট নামটি দিয়ে দিবেন এবং লোকেশন দিতে বলবেন। তারপরে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে কতদিন যাবত ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন সেটা দিবেন।
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
ও একটি ডেসক্রিপশন দিতে বলবে সে ডিসক্রিপশনটি দিয়ে নিজের সেভ বাটনে ক্লিক করুন। ও সেভ বাটনে ক্লিক করার পরে নিচে যে নেক্সট অ্যাটিটিউর এডুকেশন লেখা আছে সেই এডুকেশনে ক্লিক করে ১০ নম্বর স্টেপটি সম্পূর্ণ কমপ্লিট করুন ও ১১ নম্বর স্টেপের জন্য প্রস্তুতি হন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১১

১০ নাম্বার কমপ্লিট করলে আপনার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে আপনার দক্ষতা কিংবা আপনার পড়াশোনার এসএসসি সার্টিফিকেট থেকে থাকে সেটা অনুযায়ী কিংবা আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতাটি এখানে প্রকাশ করতে বলছে 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
এন্ড এডুকেশন এইখানে ক্লিক করে আপনার প্রথমে স্কুল নেম আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন কত সালে পরীক্ষা দিয়েছেন এবং পড়াশোনা যদি চলে থাকে তাহলে ইয়েস দেবেন না হলে অন্তত শুরু করেছিলেন এবং কত দিয়ে শেষ করেছিলেন সেটা দিয়ে নিচে একটি ডেসক্রিপশন দিয়ে সেভ নেওয়া বাটনে ক্লিক করুন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
ও ডেসক্রিপশন কিংবা ওপরের সকল ইনফরমেশন গুলো সঠিকভাবে দেয়ার পরে সেভ বাটনে ক্লিক ও নিচে ল্যাঙ্গুয়েজ সেই বাটনে ক্লিক করুন ও ১২ নাম্বার স্টেপ এর কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট করে ১৩ নাম্বার স্টেপের জন্য প্রস্তুতি নিন।

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১২

এবং আপনি যদি সঠিক নিয়ম অনুযায়ী ১১ নাম্বার স্টেপ কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে ঠিক এমন একটি প্রপার মেসেজ আসবে কিংবা এমন একটি ইন্টারফেস আসবে যেটা নিচে দেওয়া হল।
এখানে আপনাকে ল্যাংগুয়েজ সিলেক্ট করতে বলবে আপনি কোন দেশের কিংবা আপনি কোন ভাষায় কথা বলেন। যেহেতু আপনি বাংলাদেশ থেকে কাজ করতে যাচ্ছেন এর জন্য আপনি বাঙালি সিলেক্ট করুন ও পাশে ক্যাটাগরি আছে সেটি সিলেক্ট করুন কোন ভাষায় আপনি কথা বলে অভ্যস্ত দিয়ে নিচে নেক্সট রাইটে অভারভিউ নামে ঘটনা আছে সেখানে ক্লিক করুন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১৩

আপনি যদি সঠিক নিয়মে তেরো নম্বর স্টেট টি কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে নিচে দেয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে যেখানে আপনাকে একটি ডেসক্রিপশন দিতে বলবে। সেই ডেসক্রিপশনে আপনাকে আপনার সম্পর্কে কিছু লিখতে হবে ও ক্লাইন্টরা আপনার সেই ডিসক্রিপশন দেখে আপনাকে কাজ দিবে। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
ডিসক্রিপশন টি সুন্দরভাবে লিখুন ও ওখানে সবকিছু তুলে ধরুন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে কোন সেক্টরে এক্সপার্ট এবং অপরকে কি কাজ করতে চাচ্ছেন সেই সকল নিয়ম অনুযায়ী একটি ডেসক্রিপশন তৈরি করুন এবং ডেসক্রিপশন টি ১০০ ক্যারেক্টারের মধ্যে রাখুন এবং ডেসক্রিপশন টি দেয়া হয়ে গেলে 14 নাম্বার স্টেপের কাজ কমপ্লিট করার জন্য নিচে নেক্সট স্টেপিও রেটে ক্লিক করুন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১৪

আপনি যদি সম্পূর্ণ নিয়ম অনুযায়ী ১৩ নাম্বার স্টেপটি কমপ্লিট করে আছেন আপনার সামনে নিচে দেওয়া ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং ইন্টারফেসে বোঝানো হয়েছে যে আপনি সর্বনিম্ন কত ডলারে কাজ করবেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
মানে আপনি যে আপু আর কে কাজ করতে চাচ্ছেন আপনার সর্বনিম্ন রেট কত সেই রেটটি আপনি এখানে বসাবেন যদি আপনার সর্বনিম্ন রেট ৫ ডলার হয় তাহলে পাঁচ ডলার বসাবেন এবং আপনার রেট যদি ১০ ডলার হয় তাহলে আপনি ১০ ডলার বসাবেন দিয়ে 15 নাম্বার স্টেপটি কমপ্লিট করবেন যে 16 নাম্বার স্টেপের জন্য প্রস্তুতি নিবেন। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ ১৫

আপনি যদি ইতিমধ্যে ১৪ নাম্বার স্টেট টি সম্পূর্ণ কমপ্লিট করে আসেন তাহলে আপনার সামনে নিচে দেওয়া সেম এমন একটি আপনার পিসিতে কিংবা ফোনেতে এরকম ইন্টারফেস শো করবে। যেখানে আপনাকে আপনার সার্টিফিকেট অনুযায়ী ইনফরমেশন গুলো শেয়ার করতে বলবে। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
আপনার সার্টিফিকেট অনুযায়ী ইনফরমেশন গুলো ফিলাপ করার পরে আপনাকে একটি প্রোফাইল পিক আপলোড করতে হবে। অবশ্যই প্রোফাইল পিকটা ন্যাচারাল হওয়া লাগবে কোন এডিট করা ছাড়াই প্রোফাইল দেবেন আপনার ফোনে থেকে তোলা ছবি হলে আরো ভালো হয়। শুধু মুখে একটু হাসি রাখবেন এমন একটি ছবি প্রোফাইলের জন্য মুখে হাসি আসে এবং ছবি ব্যবহার করবেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
এবং প্রোফাইলের সম্পূর্ণ কাজ হয়ে গেলে নিচের সাবমিট নাও বাটনে ক্লিক করতে পারেন কিংবা উপরে একটি সাবমিট নাও বাটন সেখানেও ক্লিক করতে পারেন। ওখানে ক্লিক করলেই আপনার আপওয়ার্ক অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে যাবে। এখন সরাসরি আপনার আপওয়ার্কের প্রোফাইলে নিয়ে চলে যাবে ও আপনার প্রোফাইলটা যদি ১০০ পার্সেন্ট কমপ্লিট হয়ে থাকে তাহলে উপয়ার্ক অফিসিয়ালি ভাবে আপনার থেকে 24 ঘন্টা সময় দিবেন। ও আপনার ইনফরমেশন গুলো যদি সঠিক হয় তাহলে ২৪ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ওরা কনফার্ম করে আপনাকে মার্কেটপ্লেসের যোগ করাবে। 

আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম স্টেপ - উপসংহার

এখন আপনারা যদি আমার নিয়ম অনুযায়ী সবগুলা স্টেপ কমপ্লিট করে আসেন ও সঠিক নিয়মে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলে থাকেন। তাহলে আপনাদের অনেক ধন্যবাদ যে আপনারা আমার নিয়মে একটি আপনাকে একাউন্ট খুলেছেন। এবং আপনাদের এই অ্যাকাউন্টটি ভেরিফাই হতে অফিশিয়ালি ভাবে ২৪ ঘন্টা সময় লাগবে। আপনি শুধু এক কাজ করবেন দুইদিন পরে কিংবা একদিন 24 ঘন্টা পরে আপনার মেইলটি চেক করে দেখবেন আপনার মেলে যদি একাউন্ট ভেরিফাই কনফার্মেশন মেসেজ কিংবা আপওয়ার্ক থেকে কোন মেসেজ গিয়ে থাকে তাহলে আপনি সেই মেসেজে ক্লিক করবেন ও ভেতরে ভেরিফাই নাও বাটনে ক্লিক করে আপনার একাউন্টটি ভেরিফাই করে নিবেন। এবং আপনি মার্কেটপ্লেসে জয়েন্ট হয়ে যাবেন। 
আপওয়ার্ক-একাউন্ট-খোলার-নিয়ম
যারা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করেন কিংবা করতে চান তাদের জন্য আপওয়ার্ক মার্কেটপ্লেস একটি অসাধারণ মার্কেটপ্লেস। যেখানে আপনি অল্প কিছু কাজ করে ভালো টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনার যদি কোন কাজের উপর দক্ষতা থাকে সে কাজ আপনি সেই মার্কেটপ্লেসে পেয়ে যাবেন এবং সেই কাজটি কমপ্লিট করলে আপনি আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। এমন অনেকে আছে যে আপওয়ার্ক মার্কেটপ্লেস থেকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তো আজকে আর্টিকেলটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভুল যদি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url